প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণে নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রাঃ) এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে নারায়ণপুর পূর্ব বাজারে হাসপাতাল মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারায়ণপুর বাজার এ অঞ্চলের একটি সমৃদ্ধ ব্যবসা কেন্দ্র। এ বাজারে হাসপাতাল প্রতিষ্ঠা হওয়া ইতিবাচক। এই হাসপাতালে মানুষ অনেক আশা নিয়ে আসবে। তাই এরা যেন প্রতারিত না হয়। তিনি চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানকে মানব সেবার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে কাজ করার আহ্বান জানান।
হাসপাতালের পরিচালক জমির হোসেন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, হাসপাতাল ভবনের মালিক মিঞা মোঃ মামুন, যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান ও পল্লী চিকিৎসক শ্রী লিটন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, আওয়ামী লীগ নেতা ফারুক পাটোয়ারী, এম রেজোয়ান বাদল, যুবলীগ নেতা জয়নাল হাজারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াসউদ্দিন মজুমদার, হাসপাতালের পরিচালক আল আমিন, আবু আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম সোহেল, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ তুহিনসহ নারায়ণপুর বাজারের পল্লী চিকিৎসকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। পরে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।