রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

মতলবে রাতের আঁধারে গাছ কেটে জায়গা দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকায় রাতের আঁধারে বেড়া ভেঙ্গে গাছ কেটে সম্পত্তি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই এলাকার মোঃ রাশেদুল ইসলাম রনি (৪৫), মোঃ সফিক (৪৭), রেজাউল করিম রাজীব (২৫), জান্নাত বেগম (৩২), মোঃ সুমন (২৫) ও মোঃ বাবুল (৫১) দলবলে রাতের আঁধারে গাছ কেটে ঘর উত্তোলনের চেষ্টা করেছে। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে গেলে মোঃ আব্দুর রহিম জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টায় আমার ক্রয় ও ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ১৪/১৫জন একত্রে আমার জায়গার তারের বেড়া, সিমেন্টের পিলার এবং প্রায় ৩০টি গাছ কেটে ফেলে। তারা হলো মৃত আমিন প্রধানের ছেলে রাশেদুল ইসলাম রনি, আবুল বাশারের ছেলে মোঃ সফিক, আঃ জলিলের ছেলে রেজাউল করিম রাজী ও মোঃ সুমন, মৃত মুসার ছেলে মোঃ বাবুল প্রমুখ। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আমার ভাই মোঃ হুমায়ুন বিষয়টি দেখে তাদেরকে বেড়াগুলো ভাঙ্গতে ও গাছ কাটতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমার ভাইকে এলোপাতাড়ি মারধর করে এবং হুমকি-ধমকি প্রদান করে। এ বিষয়ে কোনো মামলা-মোকদ্দমা করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করবে বলে হুমকি ধমকি দেয়। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এলাকার আশেক আলী (৬০), মোঃ জহির (৪২), আলমগীর (৫০), পাশর্^বর্তী দোকানদার নূর আলম (৩৫) জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর পর্যন্ত এ জায়গায় আঃ রহিম গং-এর দখল বিদ্যমান আছে এবং রাস্তার পাশে কাঁটাতারের বেড়া দিয়ে গাছ রোপণ করেছে। গত ৫/৬বছর পূর্বে উক্ত ডোবাটিও আঃ রহিম বালি দিয়ে ভরাট করেছে।

রাশেদুল ইসলাম রনি জানান, গাছ কেটে জায়গা দখলের খবর পেয়ে সকলের সাথে আমিও ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা জানান, রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়