প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফরিদগঞ্জে জশনে জুলুসের আয়োজন করে ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটি। ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এই জুলুসে অংশ নেন গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়। জশনে জুলুসে উপজেলার গণ্ডি পেরিয়ে জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। সবার মুখে ছিল তাকবিরের শ্লোগান এবং দয়াল নবীর শানে গাওয়া বিভিন্ন কাসিদা। তাছাড়া জশনে জুলুসে লোকজন মাইক্রো, পিকআপ, সিএনজি, অটোবাইক, দুই শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
জশনে জুলুসের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মনু ভূঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম আল-কাদেরী, হাফেজ মজিবুল হক আনসারী, মাওলানা আ. ন. ম. শাহাজালাল, মাস্টার আছিম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম আল কাদেরী প্রমুখ।