সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে
মাহবুব আলম লাভলু ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ শাহজাহান মোল্লার উদ্যোগে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশে পরিণত হবে।

আরিফ উল্যাহ সরকার বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য আকাশ ছোঁয়া, সন্ত্রাস দমনে সরকার সাফল্য অর্জন করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর যথাযথ উদ্যোগের ফলে দেশে নাশকতার হার অনেক কমে এসেছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।

ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সোহেল রানা মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বার, মোঃ শাহ আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার কমান্ডার, পৌর কাউন্সিলর আমান উল্যাহ সরকার, মোঃ হারিছ খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ লস্কর, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, যুবলীগ নেতা আরিফ সিকদার, শাহীন আলম, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, শামীম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়