প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রম উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য আবু তাহের রিয়াদের পরিচালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, আগামী দিনগুলোতে আমাদের সকলকে প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ সর্তকভাবে চলাফেরা করতে হবে। কারণ আবারো স্বাধীনতা বিরোধীসহ যারা আমাদের দেশের মঙ্গল চায় না, এমন অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে সরকার ও দলের বিরুদ্ধে নানা যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকে প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, চলার পথে মান-অভিমান থাকবে। কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আগে আমাদের লালিত চেতনার আদর্শকে সমুন্নত রাখতে সকল কিছু ভুলে গিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক ও বিজয়ের প্রতীক নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। অতএব আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেনো, আমরা দেশ ও জনগণের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।
কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।