প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণে কালের যাত্রা গণগ্রন্থাগারের উদ্যোগে ‘মাদক নিয়ন্ত্রণে গণপাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নারায়ণপুর বাজারে পাঠাগারের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর আবিদুর রেজা তালুকদারের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। বর্তমানে ক্যান্সারের চেয়েও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে মাদক। এই সমস্যার সমাধানে গণগ্রন্থাগার মানসিক হাসপাতালের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এমনই একটি গ্রন্থাগার নারায়ণপুরের কালের যাত্রায় গণগ্রন্থাগার।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের পাশাপাশি এ ধরনের সামাজিক সংগঠনের ভূমিকা রাখতে হবে। তা না হলে মেধাশূন্য জাতি তৈরি হবে।
সেমিনারে ‘মাদক নিয়ন্ত্রণে গণপাঠাগারের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দুলাল পোদ্দার এবং সহকারী লাইব্রেরিয়ান ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।
ঘিলাতলী সপ্রাবির সহকারী শিক্ষক মতিউর রহমান ও নারায়ণপুর সপ্রাবির সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন, বর্তমান সরকারের মাদক নির্মূল কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার মধ্যে মতলব দক্ষিণ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেজন্যে তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মজুমদার, যুবলীগ নেতা তালুকদার এবিএম মুসা, গ্রন্থাগারিক কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রন্থাগারের পাঠক ও সাধারণ মানুষ।