প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
গণ্ডামারা বোর্ড অফিস যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫শ’ জন অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউল হক সবুজের পৃষ্ঠপোষকতায় গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার ৩নং আলগী দুর্গাপুর দঃ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র (গণ্ডামারা বোর্ড অফিস) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষিবিদ মাইনউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সফিউল্লাহ সওদাগর, অন্যতম সদস্য মোঃ কামরুল হাছান, রাসেল বেপারী, রাকিব বেপারী, আবু জাফর মিন্টু, জুমান বেপারী, আরমান মজুমদার, জহির মাহমুদ, জয়দল সওদাগর, রনি, হেলাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার শাহ আলম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু গণ্ডামারা নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১০টি গ্রাম থেকে মানুষ ভিড় করেন। সবাইকে চিকিৎসা দিতে ঢাকা থেকে আগত ৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।