সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রনজিত সাহার শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রণব সাহার পিতা বিশিষ্ট ধর্মানুরাগী, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আশ্রিত রনজিত কুমার সাহার শ্রাদ্ধানুষ্ঠান ক্রীয়া-কর্মাদি সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আশ্রিত গুরু ভ্রাতা, গুরু ভগ্নিগণসহ আত্মীয়-পরিজন এদিন সকালেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তারা প্রয়াত রনজিত সাহার আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা সভায় যোগ দেন। প্রার্থনা সভা পরিচালনা করেন গুরু ভ্রাতা দুলাল চন্দ্র দাস। অখণ্ড সংহিতা পাঠ, নীরব নাম যজ্ঞ, প্রয়াতের স্মৃতি চারণ, দান পর্ব, প্রসাদ বিতরণসহ ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বিকেলে শেষ হয় শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

দান পর্বে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক সদস্য সচিব পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল মালেক শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর স্বরূপানন্দ আশ্রম পরিচালনা পর্ষদের দুলাল চন্দ্র দাস, তাপস দাস, মৃনাল দাস, মৃদুল দাস, জেলা হিন্দু মহাজোট নেতা শিবু দাস, তপতি কর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, বর্তমান সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস প্রমুখ।

আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের ছেলে প্রণব কুমার সাহা। তিনি তার পিতার আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় তিনি পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়