সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এর আগে মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ শামসুদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মোহনপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, সাংবাদিক ফারুক হোসেন ও সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ। সভায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

সড়কে যত্রতত্র স্থাপিত ড্রেজিং পাইপ অপসারণ, বেড়িবাঁধ সড়ক আগাছামুক্ত করণ, অযাচিত মামলা নির্মূল, মাদক নিয়ন্ত্রণসহ নানান বিষয় নিয়ে পর্যালোচনা হলে এসব সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়