সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় রেলওয়ের সাবেক জিএম মুশফিকুর রহমান সেলিমের স্মরণ সভা
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম প্রয়াত আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম মুশফিকুর রহমান সেলিমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার মাদ্রাসা মিলনায়তনে মরহুমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রভাষক মাওঃ বশির উল্লাহর পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম সাইফুল্লাহ, প্রভাষক মাওঃ আমির হোসেন ও শামছুল আলম প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারী।

এ সময় মরহুমের ভাই শাখাওয়াত হোসেন, ডাক্তার মোঃ ইউসুফ, মোঃ বেলাল হোসেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলদেশ রেলওয়ের সাবেক জিএম আলহাজ্ব একেএম মুশফিকুর রহমান সেলিম গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়