মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে গণফোরামের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য, জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশে এখন চরম রাজনৈতিক সংকট বিরাজমান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত এবং দেশে অর্থনৈতিক সংকটসহ নানা কারণে দেশের মানুষ আজ এক ধরনের জিম্মিদশায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন হবে না বলে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, অথচ এখনও পাচারকারীদের গ্রেফতার করা হয়নি। ব্যাংকখাতে মারাত্মক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গুপ্রায়। দেশের রিজার্ভের পরিমাণ অত্যন্ত নিম্নমুখী। এ সমস্ত কারণে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন গণফোরাম নেতা হাশিম গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন গণফোরাম নেতা ইউনুছ গাজী। বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সদর উপজেলা গণফোরামের সভাপতি মহসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর গাজী, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়