মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চোরাই রিকশা উদ্ধারকালে চার কিশোর চোর আটক
স্টাফ রিপোটার ॥

চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪-এর টহল সদস্যরা অল্প সময়ের মধ্যে অভিযান চালিয়ে চোরাই ১টি রিকশা উদ্ধারকালে ৪জন কিশোর চোরকে আটক করতে সক্ষম হয়েছেন। আটক চোর চক্র হচ্ছে : মোঃ হাসান মাঝি (১৭), মোঃ কাদির গাজী (১৬), মোঃ শামীম (১৩) ও মোঃ নিরব ভূঁইয়া ১৭)। এদের বাড়ি পুরাণবাজার দোকানঘর এলাকার গাজী বাড়ি, ষোলঘর বিটি রোড এলাকা, রেলওয়ে কবরস্থান রোড ও বড়স্টেশন রেলওয়ে এলাকা। এ অভিযান পরিচালনা করেন টহল সদস্য মোঃ সোহেল মিজি ও মোঃ জাকির হোসেন গাজী। তাদেরকে সহযোগিতা করেছেন মোঃ সেলিম গাজী।

৫ সেপ্টেম্বর মঙ্গলবার রিকশাচালক নান্নু গাজীর একটি রিকশা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকা থেকে চুরি হওয়া রিকশাটি কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪ টহল সদস্যরা মঙ্গলবার গভীর রাতে শহরের প্রেসক্লাব রোডস্থ এলাকা থেকে উদ্বার করে। তাদের অভিযান পরিচালনাকালে চুরি যাওয়া রিকশা জব্দের পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ কিশোর চোরকে আটক করা হয়।

পরে আটক ৪ কিশোর চোরকে কমিউনিটি পুলিশিং সদস্যরা থানায় নিয়ে যাওয়ার সময় চোর চক্রের সদস্য মোঃ শামীম ও নিরব ভূঁইয়া তাদের হাত থেকে পালিয়ে যায়। পরে বাকি ২জনকে চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ লোকমান হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

চোর মোঃ হাসান মাঝি জানায়, আমি আগে চুরি করতাম। ছোটকালে বাবা আমাকে আর মাকে রেখে চলে গেছে। তার কোনো সন্ধান এখনও পাই না। আমি ২ সপ্তাহ ধরে ওয়্যারলেস হোটেল স্টারে কাজ করি। আজ অন্য কথায় এ কাজটি করি। চোর কাদীর গাজী জানায়, আমি রিকশা চালাই। আমি চোর না। ৪জনে মিলে রিকশা নিয়ে ঘুরতে গিয়ে চোর হয়ে যাই।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৪-এর টহল সদস্যদের মাধ্যমে আটক ২জন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়