মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০

পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের পাঁয়তারা
নিজস্ব সংবাদদাতা ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটি অর্থের বিনিময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়ার পাঁয়তারা করে আসছে। এমনকি অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া হবে বলে একটি সূত্র জানায়। পূর্বেও এ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে জানা যায়। বর্তমানে যে পদে নিয়োগ দেয়া হবে সে পদের নিয়োগ প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এ নিয়ে অভিভাবক ও সচেতন মহলে নানা কথা শোনা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন ক’জন জানান, পূর্বেও বিদ্যালয়ে অনিয়ম করে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ নিয়ে অনিয়মের পাঁয়তারা চলছে। এর সাথে ম্যানেজিং কমিটির গুটি কয়েক সদস্য জড়িত। কিছুদিন আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, তাদের মধ্যে কেউ লিখিত পরীক্ষায় চতুর্থ হওয়া সত্ত্বেও মোটা অংকের টাকার বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। এ ব্যাপারে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়