প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বড়তুলাগাঁও গ্রামের চাঁন্দার বাড়িতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে প্রবাসী বাহালুলের একটি রান্নাঘরসহ বড় আকৃতির একটি পাকা ভিটির টিনের বসত ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রায় ৪০ মিনিট পর কচুয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
বাহালুলের স্ত্রী শাকিলা বেগম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় আমরা পরিবারের কেউ ঘরে ছিলাম না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে পারছি না। অগ্নিকাণ্ডে নগদ ১ লাখ টাকা, ৫ভরি ওজনের স্বর্ণালঙ্কার, আইপিএস, সৌর বিদ্যুৎ, ৪টি স্টিলের আলমারী, ফ্রিজ, হিটারসহ মূল্যবান আসবাবপত্র, কাপড় চোপড় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পুড়ে যায় মূলবান কাগজপত্রাদি ও বাড়ির পাশের ফলফলাদির গাছ। বসতঘর ও রান্না ঘর থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা এখন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।
কচুয়া ফায়ার স্টেশনের ইনচার্জ মাহতাব মণ্ডল জানান, রহিমানগর-ভাতেশ্বর রাস্তা ভঙ্গুর দশার কারণে অগ্নিকাণ্ডস্থলে আমাদের পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।