প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের সাথে চাঁদপুর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নির্দেশে চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের সভাপতি শিবু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার গোস্বামীর নেতৃত্বে একটি টিম ফরিদগঞ্জ উপজেলার হিন্দু মহাজোট ও যুব মহাজোটের নেতাদের সঙ্গে সংগঠন গতিশীল করার লক্ষ্যে আলোচনা এবং মতবিনিময় সভা করে।
উপজেলা সদরে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি লিটন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাস (সাগর), সহ-দপ্তর সম্পাদক সোহাগ রায়, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রতন মুজুমদার, যুব মহাজোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি বাপন দাস, যুব মহাজোট ফরিদগঞ্জ উপজেলার শাখার সভাপতি মানিক গোস্বামী, সাধারণ সম্পাদক সুজন রায়, সহ-সাধারণ সম্পাদক মিঠুন দাস, সাংগঠনিক সম্পাদক সুব্রত দাস, সদস্য সুবির চক্রবর্তী, রাজীব দাস, সুকুমার কুরি, মৃত্যুঞ্জয় দাস প্রমুখ।