প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
আমি মোঃ সবুজ হোসেন, পিতা-রৌশন আলী, সাং ও পোঃ সাহেবগঞ্জ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা-দাম্মাম, সৌদি আরব। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সম্প্রতি কয়েকটি পত্রিকায় আমাকে ও আমার ভাগিনা এমরান হোসেনকে জড়িয়ে ‘ফরিদগঞ্জে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ নেওয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রকৃত তথ্য তুলে না ধরে সংবাদটি একতরফা ও মনগড়াভাবে করা হয়। এই বিষয়ে আমার বক্তব্য নেয়া হলেও সংবাদে আমার বক্তব্য তুলে ধরা হয়নি।
প্রকৃত তথ্য হলো, সাইদুল আমিন বাবু, সাং-হর্নিদূর্গাপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর সে একজন মিথ্যাবাদী, অর্থলোভী ব্যক্তি। প্রবাসে আসার পর তার আকামা চাকরির ব্যবস্থা করা হয়। কোম্পানি থেকে সে ছয় মাসের বেতন ভোগ করে। কিন্তু সে কোম্পানির দায়িত্ব পালনে ব্যর্থ ও অর্থ আত্মসাৎ করায় কোম্পানির মালিক তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। যাতে আমার কোন প্রকারের দায়-দায়িত্ব ছিলো না বা আমি উক্ত কাজে কোনো প্রকারের হস্তক্ষেপ করিতে পারি না। উল্টো সে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার ও আমার ভাগিনার বিরুদ্ধে করা সংবাদে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
জিডি ১৪৮৭/২৩