প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০
২৬ আগস্ট দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মাছিমপুর দাখিল মাদ্রাসার মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন আরো বাস্তবায়ন করতে পারেন, অব্যাহতভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। তাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকলে সর্বাত্মক প্রস্তুতি নিন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান রানা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সহিদ উল্যাহ তপদার, যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান প্রমুখ।