মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০

সকল অপশক্তিকে রুখে দিতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌর ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। কেনো বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিলো। কারণ ’৭১-এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। আর বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশের মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগস্টে তারই কন্যাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্যে গ্রেনেড হামলা চালিয়েছিল। আমরা কি সেই ঘাতকদের ক্ষমতায় দেখতে চাই ?

তিনি আরো বলেন, আগামী কয়েক মাস পর জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নিজেদের মধ্যে পদণ্ডপদবী নিয়ে রেষারেষি করা চলবে না। যে কোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে এবং সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদের যৌথ পরিচালনায় পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়