মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০

সাপ্তাহিক আমার কণ্ঠ সুনামের সাথে এগিয়ে যাবে
স্টাফ রিপোর্টার ॥

অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সাপ্তাহিক আমার কণ্ঠের এক দশকে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী বলেন, বর্তমানে সংবাদপত্র পরিচালনা করে টিকে থাকা কঠিন। পত্রিকা বিক্রি করে বা বিজ্ঞাপন দিয়ে যে আয় হয় তা দিয়ে ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও জেলার পত্রিকার মালিকরা তাদের পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন। তবে অর্থশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোনো পত্রিকায়ই বন্ধ হবে না। সাপ্তাহিক আমার কণ্ঠ নিয়মিত প্রকাশনা চালিয়ে ১০ বছরে পাখা রাখছে তা অত্যন্ত আনন্দের খবর। ব্যক্তিগতভাবে আমি আমার কণ্ঠের সম্পাদক কামাল হোসেনকে কাছ থেকে দেখেছি, সে অত্যন্ত মেধাবি সাংবাদিক। কামাল সব কাজে বুদ্ধি রাখে। আশা করি আমার কণ্ঠ আরও কয়েক দশক এগিয়ে যাবে।

তিনি বলেন, ইউনুস একজন সাবলিল উপস্থাপক। তার সাহসিকতার পরিচয় দিয়ে হাসপাতাল করেছেন। আমি একজন রাজনৈতিক কর্মী। যার জন্যে ৭ বছর ধরে জেলা পরিষদের দায়িত্ব পালন করছি। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন। দেশের জন্যে লিখেছেন, যারা স্বাধীনতার জন্যে কাজ করেছেন তারাই তো সাংবাদিক। আমরা ভাষার জন্যে রক্ত দিয়েছি। আমাদের যা কিছু অর্জন সবই রক্তের বিনিময়ে এসেছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক দূর এগিয়েছি। কামাল হোসেন যে কষ্ট করেছে তার কারণে আমার কণ্ঠ পত্রিকা দশ বছরে পদার্পণ করেছে। আমার দৃষ্টিতে হাজীগঞ্জ একটি সমৃদ্ধশালী উপজেলা। আমাদের মাঝে ঐক্য আছে বলেই চাঁদপুর প্রেসক্লাব সমৃদ্ধশালী প্রেসক্লাবে রূপ নিয়েছে। আপনাদের কাছে আমি চিরদিনই ঋণী। আমার নির্বাচনে আপনারা সাংবাদিকরা যে ভূমিকা রেখেছেন সেজন্যে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন দিবে। আর নির্বাচনের সময় অন্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্যে একটি চক্র পাঁয়তারা করছে। সরকার তা করতে দিবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে এবং সরকার গঠন করবে ইনশাল্লাহ।

সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ উপলেক্ষ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, যেখানে দৈনিক পত্রিকা টিকিয়ে রাখা কঠিন, সেখানে একটি উপজেলা থেকে সাপ্তাহিক পত্রিকা নিয়মিত নয় বছর পেরিয়ে দশ বছরে পা রাখলো এবং একটি লাভজনক প্রতিষ্ঠান, এটা অত্যন্ত সুখবর। আশা করি সাপ্তাহিক আামর কণ্ঠ এগিয়ে যাবে আরো বহুবছর।

বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত বলেন, কামাল আমার হাতেগড়া সাপ্তাহিক থেকে। সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠ এবং পরবর্তীতে দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদকীয় কিছু কৌশল সাপ্তাহিক আমার কণ্ঠে ব্যবহার করায় সে সফল হয়েছে। তা না হলে সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকা টিকে থাকা কঠিন। তার পরেও আমার কণ্ঠ যে সুনাম অর্জন করেছে তা বিরল। আশা করি আমার কণ্ঠ এ সুনাম নিয়ে এগিয়ে যাবে যুগ যুুগ।

সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট উপস্থাপক ও চাঁদপুর ফেমাস হসপিটালের মালিক মোঃ ইউনুছ উল্লাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, শহীদ পাটওয়ারী, দৈনিক দেশ কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, ত্রিনদী পত্রিকার প্রতিষ্ঠতা সম্পাদক ও প্রকাশক মোঃ মহিউদ্দিন আল আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন বতু, মোঃ জাকির হোসেন মিয়াজি, শিক্ষক মাহমুদা খানম, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহীন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ চাঁদপুর প্রেসক্লাব ও অন্যান্য সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়