মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০

শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয়
মাহবুব আলম লাভলু ॥

ছেংগারচর পৌরসভায় ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে। ২৩ আগস্ট বুধবার কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার। এ সময় কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার বলেছেন, শুধুমাত্র ওষুধ স্প্রে করেই মশক নিধন সম্ভব নয়। এজন্যে নাগরিকদেরও সচেতন থাকতে হবে। বাসা-বাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ এলাকার বাসা-বাড়ি, আঙিনা, ঝোপ-ঝাড়, জঙ্গল ইত্যাদি পরিস্কার রাখতে হবে। তিনি আরো বলেন, সমাজের সর্বস্তরের জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত হতে হবে। সবাইকে জানাতে হবে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসা-বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলাপাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন।

মেয়র আরো বলেন, পৌরবাসীর সেবা করার জন্যে মেয়র। পৌরবাসী তাদের নাগরিক সুবিধা পাবার আশায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। ইতিমধ্যে আমি এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ শুরু করে দিয়েছি। সঠিকভাবে টিসিবির পণ্য বিতরণ, ডেঙ্গু মশা প্রতিরোধ ওষুধ ছিটানো হচ্ছে, পাকা রাস্তা নির্মাণ, ছেংগারচর স্কুল মাঠ সংস্কার কাজ চলমান।

মেয়র মোঃ আরিফ উল্ল্যাহ সরকার ২৪ আগস্ট বৃহস্পতিবার টিসিবির পণ্য ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়