প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০
বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় চাঁদপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী চাঁদপুর পৌর কাউন্সিলর আয়েশা রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সাবেক পৌর মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, আয়েশা আক্তার শ্যামলী, যুব মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলমসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
২১ আগস্টের ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বাংলার মানুষের দোয়া আছে বলেই তিনি বার বার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসেন। সেই দিনের সেই ঘটনায় ২৪ জন নারী-পুরুষ মৃত্যুবরণ করেন এবং শত শত নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে অনেকেই আছেন, যারা এখনো শরীরে স্প্লিন্টার নিয়ে দুর্বিষহ দিনাতিপাত করছেন। সেই দিনের সেই ভয়াবহ গ্রেনেড হামলায় চাঁদপুরেরও দুই ভাই নিহত হয়েছেন। আমরা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়ে বলতে চাই, গ্রেনেড হামলার ঘটনায় অবিলম্বে তারেক জিয়াকে আইনের আওতায় আনা হোক এবং তারেক জিয়াসহ গ্রেনেড হামলার সাথে জড়িতদের ফাঁসি দেয়া হোক। তারেক জিয়ার মতো কুলাঙ্গারদের বেঁচে থাকার অধিকার নেই। বক্তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আবার আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। তারা বাংলার উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্যে, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। আমরা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মী এক ও ঐক্যবদ্ধ রয়েছি। দেশের সকল মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং প্রধানমন্ত্রী হবেন মানবতার মা দেশনেত্রী শেখ হাসিনা। নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্যে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপিকা মাসুদা নূর খান। দোয়া পাঠ করেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা রহমান লিলি। পরে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামীর সুস্থতা কামনা করাসহ ডাঃ দীপু মনি যেন আবারো মানুষের সেবা করার সুযোগ পান সেজন্যেও দোয়া কামনা করা হয়।