প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০
২১ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এইচই বান্ড স্পেইনার, সুইডেনের রাষ্ট্রদূত এইচই এলেক্স ব্রাগ বন লিনডি এবং জাপানের রাষ্ট্রদূত এইচই ইউমা কিমিমরি সস্ত্রীক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ শাম্মী আহমেদের বাসভবনে নৈশভোজ ও আলোচনায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
তাদের মধ্যে সামাজিক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলার বিষয়ে আলোচনা হয়।