মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ২ দিনে ৪ অবৈধ ড্রেজার ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ২ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি অবৈধ ড্রেজার ধ্বংস করেছে। কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে এই অভিযান পরিচালনা করা হয়। গত মঙ্গলবার ও বুধবার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা কৃষি মাঠে দুটি ও মঙ্গলবার বিকেলে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর কৃষি মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে উপজেলার কাশিমপুর ও পালিশারা কৃষি মাঠের কৃষি জমি থেকে বালু উত্তোলন করার অভিযোগ চলে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার বিকেলে ওই দুই মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। যার ফলে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক ড্রেজারের পাইপসহ অবৈধ ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান মানিক জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। বর্ষায় মাঠে পানি থাকায় ড্রেজার বসানোর স্থানে যাওয়াটা কষ্টকর। এর মধ্যে আমাদের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়