মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীকে হুমকি
রেদওয়ান আহমেদ জাকির ॥

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও বাতায়ন ২৪ ডটকমের সম্পাদক, মতলব প্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষকলীগ চাঁদপুর জেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীকে তার ব্যবহৃত ফেসবুক পোস্টের কমেন্টে হুমকি দিয়েছে রুবেল সরকার নামে এক ব্যক্তি। গত ১৭ আগস্ট বৃহস্পতিবার আবুল কাশেম পাটোয়ারী মতলব উত্তর ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব অপারেটর কম্পিউটার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে একটি পোস্ট দেন। আর ওই পোস্টের কমেন্টে তার সাথে কথোপকথনের এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিতের হুমকি দেন তিনি।

আবুল কাশেম পাটোয়ারী বলেন, মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে মাসুম নামে এক ব্যক্তি উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। তার কপিসহ অনিয়মের কথা উল্লেখ করে আমি আমার ফেসবুকে একটি পোস্ট দিই। ওই পোস্টের কমেন্টে রুবেল সরকার নামের এক ফেসবুক ব্যবহারকারী আমাকে শারীরিক লাঞ্ছিত করবে বলে হুমকি প্রদান করে। আমি প্রশাসনের হস্তক্ষেপে ওই আইডি ব্যবহারকারীর বিচার দাবি করছি।

মতলব প্রেসক্লাবের নিন্দা

মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারীকে তার ব্যবহৃত ফেসবুক পোস্টের কমেন্টে হুমকি দিয়েছে রুবেল সরকার নামে একজন ফেসবুক ব্যবহারকারী। উক্ত হুমকির প্রতিবাদে মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরসহ সদস্যবৃন্দ নিন্দা জানিয়েছেন। অচিরেই তাকে আইনে আওতায় এনে বিচার করা জন্যে জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়