মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

মতলব উত্তরে মাদক ব্যবসায়ী আটক
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তরে অভিযান চালিয়ে ১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ষাটনল ইউপির সটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব দক্ষিণ কোনা থেকে এক মাদক ব্যবসায়ীকে আাটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম প্রকাশ মমিন (৫০) উপজেলার সুগন্ধি গ্রামের মৃত ক্বারী মোঃ উল্যাহর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীর দিক-নির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের পরামর্শে এসআই মোঃ মিজানুর রহমান-১ ও এসআই মোঃ আব্দুল আউয়ালের নেতৃত্বে মতলব উত্তর থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। মতলব উত্তর থানাধীন ষাটনল ইউপির ছটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব দক্ষিণ কোনে পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং দেহ তল্লাশী করে তার পরিহিত শার্টের বাম পাশের পকেটে ১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ (একশত) পিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত মোঃ মমিনুল ইসলাম প্রকাশ মমিনের বিরেুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং ২০, তারিখণ্ড২০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা : ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারণির ১০(ক) /নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়