মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

জনগণ উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, বিএনপির আলোচনা শুধু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে। অথচ দেশের জনগণ উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়। ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় একুশ আগস্টে গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করাই ছিল মূল টার্গেট। আল্লাহ সহায় থাকায় জননেত্রী সেদিন প্রাণে বেঁচে যান। আদর্শভিত্তিক সংগঠন করলে দল আরো শক্তিশালী হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনো পিছ পা হবে না। আদর্শহীন নেতা-কর্মীদের সাথে আমাদের কোন আপস নেই।

তিনি বলেন, চাঁদপুরে বিএনপির মিছিল থেকে উগ্র শ্লোগান দেয়া হচ্ছে। বিএনপির চিন্তা- চেতনা শুধু হত্যা ও লুটের। তারা ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। কিন্তু আমরা আজ এত বছর ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিহিংসার রাজনীতি করিনি।

তিনি আরও বলেন, ২১ আগস্ট আমিও ঢাকায় ছিলাম। সেদিন আল্লাহ সহায় ছিল বিধায় এখনো বেঁচে আছি। সেদিন কুদ্দুস ও আতিক মারা যায়। শত শত নেতা-কর্মী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলো। কিন্তু কোন অ্যাম্বুলেন্স ছিলো না। পুলিশ আহত নেতা-কর্মীদের উপর অত্যাচার থেকে বিরত থাকেনি। হাসপাতালে আহত নেতা-কর্মীদের ভর্তি হতে বাধা প্রদান করেছিল পুলিশ। এক বিভীষিকাময় দিন ছিল ২১ আগস্ট।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের পাটোয়ারী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সম্পাদক এম এ হাসান লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন মন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়