প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০
কচুয়ায় ২১ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের কৃষ্ণা পাটিকর। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মিলাদ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কচুয়া ডাকবাংলো মসজিদের খতিব মাওঃ জামাল হোসেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।