মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ রান্ধুনীমুড়া সপ্রাবির সভাপতি মাহমুদ আহমেদ মিঠু
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডে অবস্থিত ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার। তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি জাকির হোসেন মজুমদারের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি লাভ করে ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।

মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার বর্তমানে চাঁদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করছেন। তার বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মমিননাগ) মজুমদার বাড়ি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গঠনকল্পে এক সভা সোমবার ২১ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়। এতে পৌর ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাদেকুজ্জামান মুন্সির সভাপতিত্বে ও ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচনে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য উম্মে কুলসুম মুক্তা। এ সময় হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, মোঃ শাহজাহান, হাজীগঞ্জ উপজেলার শিক্ষা কমিটির সদস্য মুন্সী মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

এদিকে মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার নতুন দায়িত্ব যেন ঠিকভাবে পরিচালনা করতে পারেন সেজন্যে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে তিনি রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া জ্ঞাপন করেছেন এবং হাজীগঞ্জ-শাহরাস্তির নির্বাচনী এলাকা (চাঁদপুর-৫ আসন)-এর সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমণ্ডএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবেন তিনি। এক্ষেত্রে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়