মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০

সরকারি শিশু পরিবারে গণি-আয়েশা ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥

গণি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে বাবুরহাট সরকারি শিশু পরিবার, চাঁদপুরের শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২১ আগস্ট বিকেলে চাঁদপুর সরকারি শিশু পরিবার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা বেগম বিথী এতে সভাপতিত্ব করেন।

জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে সরকারি শিশু পরিবার, চাঁদপুর-এর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫ জন এবং ইংরেজি বিষয়ে অনার্সে ভর্তি হওয়া একজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে অন্যান্য শিশুর জন্যে ২টি ফুটবল, ২ সেট ক্রিকেট খেলার সামগ্রী, ব্যাডমিন্টন র‌্যাকেট, শাটল কক ও নেট ইত্যাদি ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।

গণি-আয়েশা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সরকারি শিশু পরিবার, চাঁদপুরের শিক্ষক ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়