মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০

নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ সেপ্টেম্বর রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত হায়দার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুলতানা নাজমে আরা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, সদস্য মোঃ জাহাঙ্গীর আলমসহ অভিভাবকবৃন্দ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি আক্তার ঝর্ণা, মনসুর আহমেদ, বিপ্লব কুমার দাস, শম্ভু নাথ নন্দীসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

সভায় বক্তাগণ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের অধিক নজরদারি রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা কখন কোথায় কী করে, কতটুকু লেখাপড়া করছে, নিয়মিত বিদ্যালয়ে আসছে কিনা এ বিষয়ে অভিভাবকদের অধিক নজর দিতে হবে। কারণ আজ যারা দশম শ্রেণিতে অধ্যয়ন করছে তারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবে। তাদের হাতে সময় খুবই কম, তারা যদি এখন থেকেই পড়ালেখার প্রতি অধিক মনোযোগী না হয় তাহলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা তাদের জন্যে অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এ সময় শিক্ষার্থীদের জন্যে অভিভাবকদের একটু বেশি সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়