প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গত শনিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের ব্যানারে জরুরি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত নেতা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
তিনি বলেন, ঘরের দরজায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি-জামাত জোট সারাদেশে নৈরাজ্য শুরু করেছে। তাই তাদের প্রতিহত এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ সমস্যা জিয়ে ধরে রাখার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি আবারো এই আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন দেশে না থাকায় তারা বেঁচে যায়। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পর তাকে বারংবার হত্যার চেষ্টা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তিনি অল্পের জন্যে বেঁচে যান। তিনি আজ বেঁেচ আছেন বলেই গত ১৫ বছরে দেশ অনেক দূর এগিয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। এজন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ শুরু করতে হবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ নাজমুন নাহান অনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক কামাল মিয়াজী, পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তাকদির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ নওশেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উল্লা দেওয়ান, পৌর প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, মাজহারুল ইসলাম মিরণ, আবুল হাশেম, জায়েদ হোসেন বাবুল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কন্ট্রাক্টর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ, মহসিন খান, শরীফ হোসেন।
আলোচনা শেষে উপজেলা ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।