প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০
আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করা হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছলেমান হোসেন রাজু, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, সিনিয়র যুগ্মণ্ডআহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশেকে রাসুল জাওয়াদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসাইন। এছাড়া জেলা, সকল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।