প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
নূর নবী মুহাম্মদ (সঃ) ও পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী নাস্তিক ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বাদ আসর চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় বাগাদী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত ও চৌরাস্তা বাজার জামে মসজিদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বাগাদী ইউনিয়ন সভাপতি পীরজাদা মাওঃ মাহফুজ উল্যাহ খানের সভাপতিত্বে ও চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আলী হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন হিরু।
এ সময় উপস্থিত ছিলেন মাওঃ আবু বকর সিদ্দিক, ডাঃ সাইফুজ জামান খান, মাওঃ শাহজাহান চাঁদপুরী, মাওঃ শামছুল হক, মাওঃ বিল্লাল হোসেন, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম রাজা, মাওঃ ফয়েজ উল্লাহ, মোঃ জাহিদ হাসান রাজা ও মাওঃ রবিউলসহ বিভিন্ন মসজিদের ইমাম ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ীগণ।