প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচন, খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়া ভোট করবেন, সিল মারবেন, এবার এ সুযোগ জনগণ দিবে না। এই দুটি বিষয় নিয়ে হলো আমাদের আন্দোলনের প্রস্তুতি। তিনি বলেন, পৃথিবীর রাজা আমেরিকা। তারা গণতান্ত্রিক দেশগুলোতে জনগণের ভোটাধিকার প্রয়োগ সঠিকভাবে হচ্ছে কিনা তা নজর রাখছেন। বাংলাদেশের প্রায় ৬০ ভাগ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা। বাকীটা বেচার জন্য সে তার লোকজন পাঠাইছে। বিনিময়ে বলে আসছে আমাদের বাঁচান। কিন্তু এবার কেউ বাঁচাতে পারবে না। শেখ হাসিনার সাথে আছে পুলিশ, হাইকোর্টের বিচারপতি আর ইন্ডিয়ার মোদী। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়া তারেক রহমানের সাথে আছে বাংলার জনগণ মেহনতি মানুষ।
তিনি ১৮ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজার রঘুনাথপুর হাজী এ করিম খান হাইস্কুল মাঠে চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ মামুন মিয়াজীর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন লিটন খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার প্রমুখ।
এ সময় জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশার বাসু, স্থানীয় নেতা বাচ্চু কাজী, শাহিন খান, বাচ্চু হাজীসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আরো বলেন, সঠিক লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। এখন আমাদের গ্রুপিং করার সময় নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আশা করছি পৌর ৫নং ওয়ার্ডে শান্তিপূর্ণ যে সম্মেলন হলো আজকের কমিটি আপনারা মেনে নিবেন।