মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

গণমানুষের অধিকার রক্ষায় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে
অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউসে এ সম্মেলনের আয়োজন করে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন। এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে তারাই ধর্মকে ব্যবহার করছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তাই এদেশের গণমানুষের অধিকার রক্ষায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিকে এবাদত হিসেবে গ্রহণ করেছে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে তৃণমূলের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটাতে হবে।

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন, সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন।

এছাড়াও প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি কেএম মাসুদুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়