প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
বিশ্ব নবী, প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নাস্তিক ব্লগার আসাদ নুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে হাইমচর সম্মিলিত ওলামা মাশায়েখ ও ইসলামপ্রিয় তৌহিদি জনতার একাংশ।
১৬ আগস্ট বুধবার বাদ আসর হাইমচর উপজেলা সদরের আলগী বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে হাসপাতাল গেইটের সামনে গিয়ে আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময় গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদি ব্লগার নাস্তিক আসাদ নূরের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসি দাবি করেন।
মিছিলে অংশ নেন আলগীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকীসহ হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানের একাংশ।