মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

বাবুরহাট স্কুলে রবীন্দ্রনাথ বিষয়ক তথ্যচিত্র স্থাপন
প্রেস বিজ্ঞপ্তি ॥

সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চের উদ্যোগে বাবুরহাট হাইস্কুলে রবীন্দ্রনাথ বিষয়ক তথ্যচিত্র স্থাপন করা হয়েছে। গত ২ আগস্ট বুধবার এ তথ্যচিত্র স্কুল আঙিনায় সাঁটানো হয়।

জানা যায়, বাবুরহাট হাইস্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন সারদাচরণ দত্ত। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন। কবির সঙ্গে তাঁর পত্র যোগাযোগ ছিলো। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে পাঁচটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো থেকে ২টি চিঠি তথ্যচিত্রে উপস্থাপন করা হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।

কাজটি সম্পর্কে লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাবুরহাট স্কুলের প্রধান শিক্ষক সারদাচরণ দত্তের সুসম্পর্ক ছিলো। তারা পরস্পরকে চিঠি লিখতেন। বাবুরহাট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা যেনো এই গৌরবময় ইতিহাস জানতে পারে সেজন্যে এই তথ্যচিত্র সাঁটানো হয়েছে।

তথ্যচিত্র স্থাপন কাজের সহযোগী সংগঠন শহীদণ্ডসুরাইয়া ফাউন্ডেশন। জানা যায়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়