প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ মজুমদারের সভাপ্রধানে এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির হিতৈষী সদস্য মোঃ কামরুজ্জামান কাকন মুন্সী এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুঈনুদ্দিন হামিদী।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তরুণদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের অন্যতম সহযোগী। এ সময় কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।