প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ১৩ আগস্ট দুপুর তিনটায় মতলবের মুন্সিরহাটে সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের হল রুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম হাজরার সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহির হাজরার ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মিয়াজী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামীম আহম্মদ, সহকারী শিক্ষক মোহাম্মদ বশির উল্লা প্রমুখ।