প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন গাজীর মেসার্স শান্তি ফিস-এর দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে। ১১ আগস্ট শুক্রবার বাদ আসর মেসার্স শান্তি ফিস আড়তের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়্যারলেস বাজার মহসিনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন শান্তি ফিসের মালিক আলহাজ্ব আনোয়ার হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী রাখি এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন (জয়), সেলিম গাজী, জামাল মোল্লা, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃর্ধা, বাইতুল আমীন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, আব্দুল কাদির, শান্তি ফিস মৎস্য আড়ত পরিচালনাকারী মোঃ মাঈনুল ইসলাম গাজী, মোঃ সম্রাট বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।