প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদীতে ভর মৌসুমে তেমন মিলছে না রূপালি ইলিশ। জেলেরা সারাদিন জাল ফেলে কিছু মাঝারি আকারের ইলিশ আর বড় ইলিশ পাচ্ছে। মাছের আকালের এই সময়ে মঙ্গলবার সকালে হঠাৎ এক জেলের জালে ধরা পড়লো বড় আকারের একটি পাঙ্গাশ। চাঁদপুর হরিণা ফেরিঘাটে জাহাঙ্গীর গাজীর আড়তে মাছটি বিক্রি হয় ১০ হাজার টাকায়। তার জেলে ১৪ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়েছে বলে জানা যায়। ছবিতে সেই পাঙ্গাশ মাছটি দেখাচ্ছেন আড়তদার। ছবি : চাঁদপুর কণ্ঠ।