প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণে এবারের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাসের হার ৮১.৭৫। মোট পরীক্ষা দেয় ৫শ’ ৮১ জন, পাস করেছে ৪শ’ ৭৫ জন, অকৃতকার্য হয়েছে ১শ’ ৬জন। তন্মধ্যে এ গ্রেড পেয়েছে ১শ’ ৩১জন, এ- পেয়েছে ১শ’ ৫২জন, বি পেয়েছে ১শ’ ১৩জন, সি পেয়েছে ৭০জন, ডি পেয়েছে ৩জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
এবারের দাখিল পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৭০জন, পাস করেছে ৬৮জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাসের হার- ৯৭.১৪। নন্দিখোলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৪১জন, পাস করেছে ৪১জন, পাসের হার ১০০। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৫৩জন, পাস করেছে ৩৩জন, পাসের হার ৬২.২৬। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ২৮জন, পাস করেছে ২৩জন, পাসের হার ৮২.১৪। ঘিলাতলী ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৬০জন, পাস করেছে ৫৯জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাসের হার- ৯৮.৩৩। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৪১জন, পাস করেছে ৩৫জন, পাসের হার ৮৫.৩৭। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৩৭জন, পাস করেছে ২৩৫জন, পাসের হার ৬৮.০০। দক্ষিণ করবন্ধ আল আমিন দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ১৯জন, পাস করেছে ১২জন, পাসের হার- ৬৩.১৬। ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৪০জন, পাস করেছে ৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৯৫.০০। পূর্ব ধলাইতলী এজেআইডি মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ২১জন, পাস করেছে ১৩জন, পাসের হার ৬১.৯০। কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৫৬জন, পাস করেছে ৫১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাসের হার ৯১.০৭। ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ২০জন, পাস করেছে ১৩জন, পাসের হার ৬৫.০০। বদরপুর ওএস দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৩৩জন, পাস করেছে ১১জন, পাসের হার ৩৩.৩৩। দিঘলদী জাফরিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ১৬জন, পাস করেছে ১৪জন, পাসের হার ৮৭.৫০। রসুলপুর আননিসা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৩১জন, পাস করেছে ২৬জন, পাসের হার- ৮৩.৮৭। নাগদা সুফি আহমেদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ৩জন, পাস করেছে ৩জন, পাসের হার ১০০। উপাদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় ১২জন, পাস করেছে ১০জন, পাসের হার ৮৩.৩৩।