প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০
মোঃ সাঈদুল ইসলাম (৯) নামে এক শিশু শিক্ষার্থী বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিংহের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির সাইফুল ইসলামের ছেলে ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে শিশুটি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ হানিফ সর্দার।
স্থানীয়রা জানান, এ দিন সকালে শিশু সাঈদুল ইসলাম বাড়ির বাাইরে খেলাধুলা করতে যায়। এর পরেই দুপুর গড়িয়ে বেলা পার হলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু মোঃ সাঈদুল ইসলাম মারা গেছে। যেহেতু বর্ষাকালে চারদিকে পানি। তাই যেসব পরিবারের ছোট শিশু সন্তান রয়েছে তাদেরকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।