বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৯৬ জন
প্রবীর চক্রবর্তী ॥

শুক্রবার (২৮ জুলাই) ঘোষিত ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফরিদগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৯৬ জন শিক্ষার্থী। উপজেলায় এসএসসিতে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮৫৮ জন। পাসের হার ৭২.৬৬ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। ৪টি প্রতিষ্ঠানের পাস শতভাগ। এগুলো হলো : শাশিয়ালী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, চান্দ্রা আঃ হাকিম চৌধুরী মেঃ বালিকা উচ্চ বিদ্যালয় ও কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

দাখিলে ৫২টি প্রতিষ্ঠানের ১৮৩৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭১১ জন। পাসের হার ৯৩.২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। ১৫টি প্রতিষ্ঠানের পাস শতভাগ। এগুলো হলো পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা, আলোনিয়া ফাজিল মাদ্রাসা, পুরাণ রামপুর আঃ রব আলিম মাদ্রাসা, গল্লাক দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা, কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা, বাসারা নেছারাবাদ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা, সাহাপুর মোহাম¥দ চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা, ঘনিয়া ছাইদিয়া ফাজিল মাদ্রাসা ও খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা।

এসএসসি ভোকেশনালে ৫টি প্রতিষ্ঠানের ১৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৯২.৩২। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। ২টি প্রতিষ্ঠানের পাস শতভাগ। এগুলো হলো : ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়।

সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো : এসএসসিতে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ (১১ জন), দাখিলে কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা (৯ জন) এবং এসএসসি (ভোকেশনাল)-এ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় (১০ জন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়