প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারকে এবং ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার দিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছিলো সেই বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচনকে সামনে রেখে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। অবাধ-নিরপেক্ষ নির্বাচনের নামে আজকে তাদের মায়াকান্না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনার দাবিতেই হয়েছিলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারাই কলুষিত করেছিলো। সেই তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণই মৃত, তাকে জীবিত করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আমরা আমাদের সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করছি-এর কারণ আগামী নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা।
২৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস ইকরা মডেল একাডেমি মাঠে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পৌর যুবলীগের ১৫টি ওয়ার্ডের ধারাবাহিক বর্ধিত সভার অংশ হিসেবে এদিন ১৩নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা হলেও শিক্ষামন্ত্রীর আগমনে এ সভা পরিণত হয় যুব সমাবেশে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসূদা নূর খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌর ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম গাজীর সভাপ্রধানে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।
কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক মহসীন গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য আব্দুল গণি গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস ছামাদ টুনু, কাউন্সিলর আলমগীর গাজী, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ মজুমদার, পৌর যুবলীগ সদস্য মোঃ আল-আমিন বকাউল, জাহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী প্রমুখ। এ সময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের অগণিত নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এরপূর্বে ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজী, সালাউদ্দিন কাজী সুমন, মোঃ নোমান দেওয়ান, এম. সালাউদ্দিন আল মাহমুদ, মোঃ রনি গাজী, মোঃ রাজিব গাজী, কবির গাজী, সোহাগ আচার্য্য, শরীফ গাজী, আবদুল্লাহ গাজী, মোঃ আরিফ মুন্সী বিশাল মিছিল নিয়ে বর্ধিত সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন, বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তখন এ দেশ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে। তারা কখনও নিজেদের ছাড়া জনগণের কথা চিন্তা করেননি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধের দোষর, মানুষ পুড়িয়ে মেরেছে, গ্রেনেড হামলা করেছে, তাদেরকে আর এদেশের মানুষ ক্ষমতায় চায় না।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তখন নৌকায় ভোট দেয়ার কারণে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আজকে তারা মানবাধিকারে কথা বলে। যখন ছোট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিলো, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, বোমা মেরে ৫ শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিলো। তখন কোথায় ছিলো মানবাধিকার?
মন্ত্রী বলেন, শেখ হাসিনা মুজিববর্ষে ভূমিহীনদের খোঁজ করে গৃহনির্মাণ করে দিয়েছে। যিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন তিনিই হলেন শেখ হাসিনা। শেখ হাসিনা আইনের শাসন নিশ্চিত করেছেন।
তিনি আগামী নির্বাচনে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় গত ১৫ বছরে যেসব উন্নয়ন হয়েছে, যা গত একশ’ বছরেও হয়নি। তা জনগণের সামনে তুলে ধরার জন্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।