প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০
মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১৭৬নং ধলাইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা পদ্ধতি অনুসরণ করে তিনি এই পদে নির্বাচিত হন। এজন্যে তিনি চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাইফুল ইসলাম পাটোয়ারী এক প্রতিক্রিয়ায় বলেন, আমি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর করা, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা করাসহ সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
পেশাগত জীবনে তিনি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। অত্যন্ত বিনয়ী স্বভাবের মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন বঙ্গবন্ধুর সৈনিক। ব্যক্তি জীবনে তি নি এক কন্যা ও পুত্র সন্তানের জনক।