বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০

শাহতলী জিলানী চিশতী উবিতে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবম ও দশম শ্রেণির ছাত্রদের নিয়ে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন হয়েছে।

২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে এই প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধন শেষে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিনের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ। খেলায় ভাষ্যকার ছিলেন মোঃ মিদুল পাটওয়ারী।

উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, আলেয়া চৌধুরী, সাহেরা আক্তার, কামরুল হাসান, ফারজানা আক্তার, জিয়াউর রহমান, প্রভাষক জহিরুল ইসলাম খান মুরাদ, মানিক মিয়া, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, প্রদর্শক মুঞ্জুর হোসেন পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মজিব কারী, সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শওকত কারী, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উবির সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন। খেলায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।

খেলায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি দল ১ গোলে নবম শ্রেণির দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়