প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০
সাজেদা ফাউন্ডেশনের ‘সার্ভিস ইন্টিগ্রেশন’ সভা সম্পন্ন
![সাজেদা ফাউন্ডেশনের ‘সার্ভিস ইন্টিগ্রেশন’ সভা সম্পন্ন](/assets/news_photos/2023/06/15/image-34335-1686816087.jpg)
‘সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন’ নিশ্চিত করার রূপকল্প নিয়ে দ্রত নগরায়নের ফলে বাংলাদেশের নগর এলাকাগুলোতে নগর দরিদ্রদের চাহিদা ও অগ্রাধিকারের প্রতি যথাযথ লক্ষ্য রেখে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সাজেদা ফাউন্ডেশন। এ ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ৩টি নগর এলাকায় সাজেদা আরবান প্রকল্প ‘সুদিন কর্মসূচি’-এর পাইলট ফেজ মাঠ পর্যায়ে চলমান রয়েছে।
গতকাল ১৪ জুন বুধবার সকাল ১০টায় চাঁদপুরে সাজেদা ফাউন্ডেশন উক্ত কর্মসূচির কার্যালয়ে সরকারি/বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি গেটকিপারসহ নেটওয়ার্ক পার্টনারদের নিয়ে ‘সার্ভিস ইন্টিগ্রেশন’ মিটিং অনুষ্ঠিত হয়।
মোঃ শাহ আলম (টিম লিড, চাঁদপুর)-এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিরুল ইসলাম (লাইভলীহুড অফিসার, সুদিন কর্মসূচি, চাঁদপুর)। উপস্থিত ছিলেন মোঃ বখতিয়ার উদ্দিন (জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, চাঁদপুর), রজত শুভ্র সরকার (উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর), ডাঃ লামিয়া নূর (মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর), মোছাঃ তাহমিনা বেগম (প্রধান শিক্ষক, ৫নং বালক সপ্রাবি), চন্দ্রনাথ চন্দন (বস্তি উন্নয়ন কর্মকর্তা, চাঁদপুর পৌরসভা), ডাঃ মেহেদী হাসান (প্রতিবন্ধী স্বাস্থ্য ও সেবা), নারী কাউন্সিলর যথাক্রমে আয়শা আক্তার, ফেরদৌসী আক্তার, শাহিনা আক্তারসহ ৩০-৩৫ জন সরকারি/বেসরকারি অফিসের প্রতিনিধি ও সাংবাদিক, শিক্ষক, কাজী ও এনজিও প্রতিনিধিবৃন্দ। সভায় সাজেদা ফাউন্ডেশনের ভিশন মিশন আলোচনা, চলমান কর্মসূচি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সার্ভিস ইন্টিগ্রেশন বিষয়ক আলোচনা ও আমন্ত্রিত অতিথিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।