শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর গণি মডেলের কাছে ১০৩ রানে হেরেছে হবিগঞ্জ রিচি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ঢাকা মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ১৩ জুন মঙ্গলবার খেলায় অংশ নেন হবিগঞ্জ রিচি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। গণি মডেল উচ্চ বিদ্যালয় দলটি ১০৩ রানে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেলো।

টুর্নামেন্টের খেলায় প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গণি মডেল উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ৪৫ ওভারের মধ্যে ৪৪ ওভার ২ বলে সবক'টি উইকেট হারিয়ে ২৫৯ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ মাহমুদুল হাসান ১১০ বলে ১১১ ও রজত কান্তি দাস ৯৫ বলে ৯২ রান করেন।

হবিগঞ্জ রিচি হাই স্কুল ২৬০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩৬ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৫৬ রান করে। বল হাতে গণি মডেলের সিফাত, মাহান গাজী ও ইমতিয়াজ দুটি করে উইকেট নেন ।

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও কোচ পলাশ কুমার সোম মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আগামী ১৫ জুন গণি মডেল খেলবে ঝালকাঠির সাথে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়