শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের বিলে সংসদীয় কমিটির সুপারিশ
অনলাইন ডেস্ক

ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিলে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (১২ জুন) একাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল হাসান মাহমুদ আলী এমপি। কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মোঃ আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দশম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংসদ থেকে স্থায়ী কমিটিতে পাঠানো 'ব্যাংক-কোম্পানি আইন সংশোধনী বিল, ২০২৩' সংশোধনীসহ সংসদে পাশের সুপারিশ করা হয়।

এছাড়া 'আয়কর বিল, ২০২৩' পরীক্ষাসহ আয়কর বিলের দফা ২(৮৭), ২৬৪(৩)(২২) এবং ষষ্ঠ তফসিলের প্রস্তাবিত ২৭ নং দফা আলোচনা করা হয়। পরে বিলটি সংশোধিত আকারে গ্রহণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সিএজি কার্যালয় ও বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়